ইতিহাস ৭১ নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পুষ্পস্তাবক অর্পণ করেন ।
১৫ আগস্ট (সোমবার) সকাল ১১টা ৫৫ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে তিনি শ্রদ্ধা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। বিউগলে বেজে ওঠে করুণ সুর।
পরে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এরপর প্রধানমন্ত্রী আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ এবং মন্ত্রী পরিষদের সদস্যদের সাথে নিয়ে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান।
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী,
শেখ ফজলুল করিম সেলিম, মো. ফারুক খান, কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবীর নানক, যুগ্ম সাধারণ আ ফ ম বাহাউদ্দিন নাছিম,
সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আবুল হাসনাত আব্দুল্লাহ, শেখ হেলাল এমপি, শেখ জুয়েল এমপি,
শেখ সারহান নাসের তন্ময় এমপি, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান,
গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী দুপুর সাড়ে ১২টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে
অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন। পরে তিনি বঙ্গবন্ধু ভবনে চলে যান।
এম.জে.আর
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.