ইতিহাস ৭১ নিউজ ডেস্ক : বন্দর নগরি চট্টগ্রামের নাসিরাবাদের দুই নম্বর গেট এলাকার জেলা প্রশাসন সরকারি সিঅ্যান্ডবি কলোনিতে অবৈধভাবে বসবাসরত ২০ পরিবারের স্থাপনা উচ্ছেদ করেছে। ৭ আগস্ট (রোববার) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
নগরির কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদের নেতৃত্বে এ
অভিযানে অংশ নেন সরকারি আবাসন অধিদপ্তরের উপপরিচালক শহীদুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী অভিজিৎ চৌধুরী। নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক জানান, সরকারি জায়গা উদ্ধারে ধরনের অভিযান চলমান থাকবে।
এম.জে.আর
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.