ইতিহাস ৭১ বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট চলতি বছর জুন মাসে সংসারে নতুন অতিথি আসার সুখবর দেন। এরপরই তিনি ব্যস্ত হয়ে পড়েন তার হলিউড মিশন ‘স্টোন অব হার্ট’র শুটিং নিয়ে।
সম্প্রতি ভারত ফিরেছেন ‘আরআরআর’খ্যাত এ অভিনেত্রী। ফিরেই স্বামী রণবীর কাপুরের সঙ্গে ধরা দিলেন মুম্বাইয়ের রাস্তায়। ০৬ আগস্ট (শনিবার) শর্ট ড্রেসে ক্যামেরাবন্দি হন আলিয়া। যাতে স্পষ্ট চোখে পড়ছে বেবি বাম্প।
ঢিলেঢালা পোশাকে একেবারেই বেবি বাম্প ঢাকার চেষ্টা করেননি আলিয়া। যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গেই তিনি ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। একসঙ্গে ক্যামেরাবন্দি হন রণবীরও।
হলিউডের কাজ শেষ করে আলিয়া এখন ‘রকি অর রানি প্রেম কাহানি’র শুটিং করছেন। সঙ্গে চলেছে তার মুক্তি প্রতীক্ষিত ‘ডার্লিংস’র প্রোমোশন। এরপর আবার শুরু করবেন ‘ব্রহ্মাস্ত্র’-র প্রচার, সিনেমাটিতে প্রথমবার তিনি পর্দা ভাগ করেছেন রণবীরের সঙ্গে।
গত ১৪ এপ্রিল ভালোবেসে বিয়ে করেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর। এর আগে করোনার কারণে বহুবার তাদের বিয়ের তারিখ পেছায়। বিয়ের উন্মাদনার রেশ শেষ হওয়ার আগেই আড়াই মাসের মাথায় সংসারে নতুন অতিথি আসার সুখবর দেন তারা।
এম.জে.আর
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.