ইতিহাস ৭১ নিউজ ডেস্ক : বন্দর নগরি চট্টগ্রামের পাঁচলাইশে চাঁদা দাবির অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের হেফাজতে থাকা একটি চাপাতি উদ্ধার করা হয়।
৬ আগস্ট (শনিবার) রাত ১টার পাঁচলাইশ থানাধীন মুরাদপুর ১নম্বর রেল গেইট জামাল কলোনির সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. জিকু (২৫) ও মো. মিজান (২৪)।
জানা গেছে, মাসুদ আলম (৩৭) নামের এক ব্যক্তির কাছ থেকে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছে চাঁদাবাজরা। শনিবার দুপুর দুইটার দিকে জামাল কলোনির ৩নম্বর রুমের সামনে ভুক্তভোগীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে তারা।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অকথ্য ভাষায় গালিগালাজ ও এলোপাথারি মারধর করে। একপর্যায়ে মো. জিকু চাপাতি দেখিয়ে হত্যা করার হুমকি দেয়। পরে অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দীন মজুমদার বলেন, চাঁদা দাবির অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়।
এম.জে.আর
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.