নিজস্ব প্রতিবেদক : বন্দর নগরী চট্টগ্রামে বিদ্যুৎ সাশ্রয়ে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। শনিবার (৬ আগস্ট) রাত ৮টা থেকে জেলা প্রশাসনের ৩জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করেন। নগরীর বায়েজিদ, উত্তর কাট্টলী, চকবাজার ও কাজির দেউরি এলাকায় এ অভিযানে ৪৫ হাজার ৫‘শ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নগরীর বায়েজিদ ও উত্তর কাট্টলী এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক অভিযান পরিচালনা করেন। এতে স্পাইস ভিলাকে ২ হাজার টাকা, সরিষাবাড়িকে ২ হাজার টাকা,
কুক আউটকে ৫ হাজার টাকা, আবুল কালামকে ১ হাজার টাকা, সামিয়া ইলেকট্রনিক্সকে ২ হাজার টাকা, জামান হোটেলকে ২ হাজার টাকা এবং জেএসি রিফুয়েলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব হোসেন। অভিযানে তিনি ৮টি দোকানকে ১৪ হাজার ৫‘শ টাকা জরিমানা করেন।
কাজির দেউরি এলাকায় অভিযান চালিয়ে ৬ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান।
এম.জে.আর
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.