ইতিহাস৭১ ডেক্স : “সাংবাদিক সমাজ দিচ্ছে ডাক, দুর্নীতি বাজরা নিপাত যাক” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে, রেলওয়ে জার্নালিস্ট এসোসিয়েশন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, চট্রগ্রামে কর্মরত সাংবাদিক বৃন্দ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামে, চট্রগ্রাম সাংবাদিক সংস্থার যৌথ উদ্যোগে দেশব্যাপী বিভিন্ন জেলা উপজেলায় গনহারে সাংবাদিক হত্যা,নির্যাতন ও ভুয়া মামলায় হয়রানি, গ্রেফতারের প্রতিবাদে
শনিবার (৬ আগস্ট) বেলা ১২টায় চট্রগ্রামের পত্রিকা পাড়া খ্যাত ঐতিহাসিক চেরাগী পাহাড় মোড় চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সকালের সময়ের চট্রগ্রাম ব্যুরো প্রধান এস এম পিন্টুর সভাপতিত্বে ও রিয়াজুর রহমান রিয়াজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের নতুন সময়ের চট্রগ্রাম ব্যুরো প্রধান কামাল উদ্দিন পারভেজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোঃ রফিকুল ইসলাম,এডভোকেট সেলিম চৌধুরী, সোহাগ আরেফিন, মোঃ ইসমাইল ইমন, আনিসুর রহমান ফরহাদ,খোকন,প্রনেশ বড়ুয়া, রায়হান, মোঃ জুবায়ের, তৌকির উদ্দিন আনিস,সাত্তার টিটু, কামরুল হুদা, মুজিবুর রহমান তুষার, রবিউল ইসলাম তানজিম,এম আলী হোসেন,আ খ ম মোদ্দাচ্ছের আলী, আনিসুর রহমান, পলাশ সেন, মনিরুল ইসলাম রিয়াদ,কমল চক্রবর্তী,রুপা, ওসমান এহতেশাম,সুমন,সজল চক্রবর্তী, শহিদুল ইসলাম সহ জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় কর্মরত চট্রগ্রামের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
লালমনিরহাটের কালীগঞ্জের ওসি কর্তৃক বিএমএসএস’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাংবাদিক নুর আলমগীর অনুকে থানায় ডেকে ভুয়া অস্ত্র মামলায় গ্রেপ্তার ও চুয়াডাঙ্গায় উপজেলা কৃষি কর্মকর্তা কর্তৃক সকালে সময়ের সাংবাদিক শামীম রেজাকে হেনাস্তাকারী এবং দেশের বিভিন্ন প্রান্তে হয়রানির শিকার গনমাধ্যম কর্মীদের হয়রানি বন্ধ করে অন্যায়কারীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।
সেই সাথে দ্রুত সাংবাদিক সুরক্ষা বিশেষ আইন ঘোষণা করে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিক হয়রানির ধারা গুলো বাতিল করার দাবি জানান।
সেই সাথে বিগত দিনে গুম, খুনের শিকার সাংবাদিকদের হত্যাকারীদের সুষ্ঠু তদন্তের মাঝে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।যদি সাংবাদিক হয়রানি বন্ধ ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া না হয় তাহলে আগামীতে সাংবাদিক সমাজ রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, জাতীর বিবেক ঐক্যবদ্ধভাবে অনিয়ম দুর্নীতির সহযোগিদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.