প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৫, ৩:১১ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৬, ২০২২, ৬:২২ পূর্বাহ্ণ
চান্দগাঁও থানা পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন

ইতিহাস৭১ ডেক্স: চান্দগাঁও থানা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শুক্রবার লায়ন সন্তোষ কুমার নন্দীর পৃষ্টপোষকতায় বৃক্ষরোপণ ও বিতরন কর্মসূচি চান্দগাঁও থানা এলাকাধীন বিভিন্ন স্থানে পালিত হয়। বিশেষ করে গীতা স্কুলের বিভিন্ন শিক্ষার্থীদের এবং মন্দির প্রাঙ্গনে এসব গাছের চারা বিতরণ ও রোপন করা হয়। কর্মসূচিতে পরিষদের নেতৃবৃন্দগণ যথাক্রমে সভাপতি নিউটন কুমার মজুমদার, সাধারণ সম্পাদক টুটুল নাথ, সাবেক সাধারণ সম্পাদক সমীরন দাশ, সাবেক সহ-সভাপতি পঙ্কজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক যীশু চৌধুরী, আঞ্চলিক কমিটির সভাপতি সমীরন দাশ, পাপ্পু নাথ, নিউটন চৌধুরী, অজয় দাশ এবং সাধারণ সম্পাদক নয়ন কর্মকার, জয় দাশ, শিমুল দাশ, কার্যকরী সদস্য অভি চৌধুরী তমাল, পুনম চৌধুরী, দ্রুব চৌধুরী প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিষদের সভাপতি নিউটন কুমার মজুমদার বলেন পূজা পরিষদের এটা একটা ব্যতিক্রমধর্মী কর্মসূচি। হিন্দুধর্ম মতে চারা রোপন করা পুণ্য কাজ হিসেবে অবহিত করা হয়েছে। এতে করে এক দিকে ধর্মপালন এবং অপরদিকে সবুজায়নসহ সামাজিক উন্নয়নের ভূমিকা রাখছে।
পরিশেষে সাধারণ সম্পাদক টুটুল নাথ এই কর্মসূচি পালনের নির্দেশনা এবং সার্বিক সহযোগিতার জন্য যথাক্রমে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি বাবু সুকুমার চৌধুরী এবং সমাজসেবক লায়ন সন্তোষ নন্দীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.