ইতিহাস ৭১ নিউজ ডেস্ক : রাজধানীর বিভিন্ন সড়কগুলোতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে। গণপরিবহন প্রায় নেই বললেই চলে। পরিবহনের অপেক্ষায় সড়কে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে সাধারণ মানুষদের। ভোগান্তিতে পড়েছে নগরবাসী।
ডিজেলের দাম হঠাৎ করে যে পরিমাণ বেড়েছে, তাতে আগের ভাড়ায় যাত্রী পরিবহন করা বাসগুলোর পক্ষে সম্ভব হবে না। তাই আপাতত যাত্রী পরিবহন বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাস্তার দুই পাশে রাজধানীতে চলাচল করা বাসগুলো সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে।
সাধারণ অফিস গমনেচ্ছু রুহুল আমিন বলেন, সকালেও বাসা থেকে বের হই। রাস্তায় এসে আমি হতভাগ হয়ে যাই। রাস্তায় কোনো বাস নেই। তবে অনেকক্ষণ পর পর বাস আসলেও সেগুলোতে মানুষে ঠাসা। উঠতেই পারিনি। ৪০ থেকে ৪৫ মিনিট পরে একটি গাড়িতে ওঠার সুযোগ পাই। সেখানেও পা ফেলানোর মতো জায়গা ছিল না।
শুক্রবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের মূল্য ভোক্তা পর্যায়ে পুনর্নির্ধারণ করা হয়েছে।
রাত ১২টার পর থেকে ডিপোর ৪০ কিলোমিটারের ভেতর ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য লিটারপ্রতি ডিজেল ও কেরোসিন ১‘শ ১৪ টাকা, লিটারপ্রতি অকটেন ১‘শ ৩৫ টাকা ও লিটারপ্রতি পেট্রোল ১‘শ ৩০ টাকা হবে। আর এর প্রভাব পড়েছে সড়কে। বেড়েছে মানুষের দুর্ভোগ।
এম.জে.আর
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.