ইতিহাস ৭১ আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনার পর একাধিক ব্যক্তির দেহে মাঙ্কিপক্স ভাইরাস শনাক্তের পর এবার দেশটির রাজস্থান প্রদেশে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে লাম্পি ভাইরাস। তবে ভাইরাসটির প্রকোপ দেখা গেছে গবাদি পশুর দেহে।
এখন পর্যন্ত এ ভাইরাসে চার হাজারের অধিক গরু মারা গেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। লাম্পি ভাইরাসটি এক ধরণের চর্ম রোগ। রাজস্থানে এখন পর্যন্ত এটি শুধু গবাদি পশুর দেহেই সংক্রমতি হয়েছে।
এক প্রতিবেদনে বলা হয়, রাজস্থানের ১৬টি জেলায় এ সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এখনও পর্যন্ত এই রোগে সংক্রমিত হয়েছে প্রায় ৯৪ হাজার গবাদি পশু। প্রায় ৭০ হাজার গরুর চিকিৎসা চলছে। যদিও এই ভাইরাসের আঁতুরঘর গুজরাত। রাজস্থানেও এই সংক্রমণ ছড়িয়েছে।
সম্প্রতি এর সংক্রমণ ঠেকাতে অন্য রাজ্য থেকে যেন রাজস্থানে গরু না ঢোকে সে নিয়ে তৎপর হয়েছে সরকার। দূষিত পানি থেকে মশা-মাছির মাধ্যমে ভাইরাসটির সংক্রমণ ঘটে বলে জানা গেছে। ভাইরাসটির সংক্রমণে মৃত্যুর হার ১.৫ শতাংশ।
এম.জে.আর
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.