ইতিহাস ৭১ নিউজ ডেস্ক : সৌদি আরব থেকে হজ শেষে গত ৩ আগস্ট (বুধবার) ৩ হাজার ৭৪ জন হাজি দেশে ফিরেছেন। এ পর্যন্ত দেশে ফিরেছেন ৫০ হাজার ৯‘শ ৮৪ জন হাজি।
৪ আগস্ট (বৃহস্পতিবার ) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানান।সৌদি আরব থেকে হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে গত ১৪ জুলাই থেকে।
এ পর্যন্ত মোট ১‘শ ৪১টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৭৭টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৫৬টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৮টি ফ্লাইট রয়েছে। হজ যাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৮ আগস্ট।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.