যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আজ নেত্রকোণা জেলায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস পালিত হয়। ২৬ জুলাই ২০২২ ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস। ১৯৭১ সালের ২৬ই জুলাই মুক্তিযুদ্ধে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নে পাক হানাদার বাহিনীর সাথে সম্মূখ বন্দুকযুদ্ধে সাত জন বীর মুক্তিযোদ্ধা শহিদ হয়েছিলেন। পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধাদের মরদেহ লেঙ্গুরা ইউনিয়নের ফুলবাড়ি নামক স্থানে সমাহিত করা হয়, যা সাত শহিদের মাজার নামে পরিচিত। বীর শহীদগণ হলেন নেত্রকোণার ডাঃ আব্দুল আজিজ, মোঃ ফজলুল হক, মুক্তাগাছা, ময়মনসিংহের মোঃ ইয়ার মাহমুদ, ভবতোষ চন্দ্র দাস, মোঃ নূরুজ্জামান,দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস এবং জামালপুরের মোঃ জামাল উদ্দিন। তাঁদের স্মরণে প্রতিবছর এ দিবসটি ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস হিসাবে পালিত হয়।
অকুতোভয় সেই বীর শহীদদের স্মরণে ও তাঁদের আত্মার মাগফেরাত কামনায় দিনব্যাপী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নেত্রকোণা ও নেত্রকোণা জেলা প্রশাসনের আয়োজনে নাজিরপুর স্মৃতিসৌধে ও লেঙ্গুরা সাত শহীদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ, লেঙ্গুরা বাজার জামে মসজিদে মিলাদ মাহফিল ও অন্যান্য মসজিদ, মন্দির, গীর্জায় বিশেষ প্রার্থনা। বন্যাদূর্গত আশ্রয়হীন দশটি বীর মুক্তিযোদ্ধা পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ ও বন্যাদুর্গত ২ শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৬ জুলাই) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড জেলা শাখার প্রশাসক ও নেত্রকোণা জেলার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এর সভাপতিত্বে এবং চিন্ময় তালুকদার এর সঞ্চালনায় এ সকল কর্মসূচীতে
দিবসের শুরুতে কলমাকান্দা উপজেলার নাজিরপুর মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও লেঙ্গুরা ইউনিয়নে সাত শহিদের মাজারে শহিদদের সম্মানে গার্ড অব অনার প্রদান করেন প্রধান অতিথি কলমাকান্দা-দূর্গাপুর, নেত্রকোণা -১৫৭ আসনের সংসদ সদস্য মানু মজুমদার, বিশেষ অতিথি মহিলা সংরক্ষিত আসন- ৩১৭, নেত্রকোণার সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কুমার রায়, নেত্রকোণা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মনির হোসেন, নেত্রকোণা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল (প্রশাসন) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার নূরুল আমীন, সাবেক জেলা কমান্ডার ও জেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য আবুল মনসুর আহমেদ, কলমাকান্দা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক, কলমাকান্দা উপজেলার ইউএনও মোঃ আবুল হাসেম, দূর্গাপুর উপজেলার ইউএনও মোঃ রাজীব-উল- আহসান,সহকারী পুলিশ সুপার, দুর্গাপুর সার্কেল জনাব মাহমুদা শারমিন নেলী, কলমাকান্দা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল আহাদ খান, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব খোকন কুমার সাহা। নেত্রকোণা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড সভাপতি ও আওয়ামী লীগ নেতা ওমর ফারুক, সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা মোঃ শাহীন উদ্দিন, নেত্রকোণা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি খায়রুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক গাজী কামাল কলমাকান্দা উপজেলার কৃষক লীগ সদস্য সচিব সুজন দাস।
এসময় ১০ টি বীর মুক্তিযোদ্ধাদের পরিবারকে পুনর্বাসনের জন্য গৃহ নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়।
এ দিন ভোর ৪ ঘটিকায় মুক্তিযোদ্ধা বিমল পাল ট্রাস্ট বীর শহীদদের শ্রদ্ধা জানাতে টানা ছয় ঘন্টা পায়ে হেঁটে নেত্রকোণা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নাজিরপুর পৌঁছান।
উপরোক্ত অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলমাকান্দা-দূর্গাপুর, নেত্রকোণা -১৫৭ আসনের সংসদ সদস্য মানু মজুমদার, বিশেষ অতিথি হিসাবে ছিলেন মহিলা সংরক্ষিত আসন- ৩১৭ নেত্রকোণার
সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, সংসদ সদস্য মানু মজুমদার পত্নী ক্যামেলিয়া মজুমদার, নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কুমার রায়, নেত্রকোণা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মনির হোসেন, নেত্রকোণা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল (প্রশাসন) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার নূরুল আমীন, সাবেক জেলা কমান্ডার ও জেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য আবুল মনসুর আহমেদ, কলমাকান্দা উপজেলার আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, কলমাকান্দা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক, কলমাকান্দা উপজেলার ইউএনও মোঃ আবুল হাসেম, দূর্গাপুর উপজেলার ইউএনও মোঃ রাজীব-উল- আহসান, কলমাকান্দা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল আহাদ, নেত্রকোণা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড সভাপতি ও আওয়ামী লীগ নেতা ওমর ফারুক, সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা মোঃ শাহীন উদ্দিন, নেত্রকোণা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি খায়রুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক গাজী কামাল কলমাকান্দা উপজেলার কৃষক লীগ সদস্য সচিব সুজন দাস ও জেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ সহ
আওয়ামী লীগের সহযোগী বিভিন্ন
অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সহ রাজনৈতিক নেতা কর্মী, বিভিন্ন সংগঠন, স্কুল- কলেজের শিক্ষক- শিক্ষিকা, ছাত্র- ছাত্রী ও জেলা, উপজেলা পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.