শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ-বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটির সভাপতি শিল্পপতি সুকুমার চৌধুরীর সাথে বীরকন্যা প্রীতিলতা ট্রাস্ট নেতৃবৃন্দের মতবিনিময় সভা গত ২৩ জুলাই অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় শিল্পপতি সুকুমার চৌধুরী বলেন, পাঠ্যসূচিতে মোঘল আমলের ইতিহাসের প্রাধান্য পেয়েছে, তরুণ প্রজন্মকে জানাতে বিপ্লবীদের গৌরব দীপ্ত ইতিহাস পাঠ্যসূচিতে আনা আবশ্যক। বৃটিশ বিরোধী আন্দোলনের গুরুত্ব এবং বাঙালিদের গৌরবগাঁথা ইতিহাসের ধারাবাহিকতা তারুণ্যের মাঝে ছড়িয়ে দিতে হবে।
তিনি বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পংকজ চক্রবর্তীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাবেক যুবলীগ নেতা সুমন দেবনাথ, প্রীতিলতা ট্রাস্টের ট্রাস্টি বিশ্বজিৎ দেব, প্রকৌশলী অভিজিৎ দেব, সংগঠক সজল দত্ত, ইতিহাস৭১.টিভি ও নাগরিক দর্পনের প্রকাশক -সম্পাদক প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা, ইতিহাস৭১.টিভির উপদেষ্টা লায়ন সন্তোষ কুমার নন্দী, বিভু চক্রবর্তী, সরোজ চক্রবর্তী, সমীরণ মল্লিক, জনি মুহুরী প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.