হলিউড অভিনেতা এবং সর্বকালের অন্যতম সেরা পেশাদার রেসলার ডোয়াইন জনসন খ্যাত ‘দ্য রক’ নামে। বাবার দেখানো পথে হাঁটছেন ডোয়াইন জনসনের বড় মেয়ে সিমোন জনসন। পা রেখেছেন পেশাদার রেসলিং জগতে।
পেশাদার রেসলার হিসেবে এরই মধ্যে ডব্লিউডব্লিউই’র এনএক্সটিতে অভিষেক হয়ে গেছে সিমোনের। রেসলিং জগতে তার পরিচিত আভা রেইন নামে।
সামাজিক যোগযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে রকের মেয়ের রেসলিং রিংয়ের একটি ভিডিও। এমনকি সম্প্রতি যুক্তরাষ্ট্রের লেট নাইট টক শো সঞ্চালক জিমি কিমেলের সঙ্গে সাক্ষাতে মেয়ের রেসলিং জগতে পা রাখার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন কিংবদন্তি এ রেসলার।
রক জানান, আমি সিমোনকে নিয়ে গর্বিত। ডব্লিউডব্লিউই’র ফেডারেশন এনএক্সটিতে তার অভিষেক হয়েছে। সে দারুণ পারফর্ম করছে। সে মাইক নিয়ে রিংয়ে উঠেছিল, বেশ উদ্দীপ্ত ছিল। রেসলিংয়ে তার নামটাও দারুণ, আভা রেইন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.