বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী ও নির্মাতা সারাহ বেগম কবরীর জন্মদিন পালন করা হয়েছে। কবরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েই এমন আয়োজন করে শিল্পী সমিতি।
মঙ্গলবার (১৯ জুলাই) রাতে এফডিসিতে কবরীর জন্মদিন উপলক্ষে শিল্পী সমিতিতে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের সঙ্গে উপস্থিত ছিলেন চিত্রনায়ক অমিত হাসান, সাইমন সাদিক, ইমন, অভিনেতা যাদু আজাদ, হাসান জাহাঙ্গীর, সনি রহমান, সীমান্ত, প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু ও শামসুল আলম প্রমুখ
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘কবরী ম্যাডাম ছিলেন আমাদের সিনেমার প্রাচুর্য, অহংকার। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি, জেনেছি।’
শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক বলেন, ‘কবরী ম্যাডামের জন্মদিনে তাকে স্মরণ করার জন্যই আমাদের এ আয়োজন।’
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.