প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৫, ১২:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২২, ১১:৩২ পূর্বাহ্ণ
তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার বঙ্গবন্ধুকন্যাকে বন্দী করার মধ্যদিয়ে গণতন্ত্রের পায়ে শিকল পরানো হয়েছিল- তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যার ধ্বমনিতে শীরায় বঙ্গবন্ধুর রক্তশ্রোত প্রবাহমান, যে রক্ত আপোষ জানেনা পরাভুক মানেনা, অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করে। তৎকালীন তত্ত্বাবধায়ক সারকার কতৃক যে অন্যায় কাজগুলো হচ্ছিল সকল অন্যায় অনাচারের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবাদ করেছিল। সে সময় বিএনপি কোন প্রতিবাদ করেনি। তাই তত্বাবধায়ক সরকার ২০০৭ সালের ১৬ জুলাই খালেদা জিয়াকে বন্ধী না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করেছিল। সেদিন শুধুমাত্র একজন ব্যক্তি শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়নি। বঙ্গবন্ধুকন্যাকে গ্রেপ্তার করে গণতন্ত্রের পায়ে শিকল পরানো হয়েছিল।
আজ প্রধানমন্ত্রী কে হাসিনার কারাবরণ দিবস উপলক্ষে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীক আয়োজিত আলোচনা সভায় উপস্থিত হয়ে ড. হাছান মাহমুদ এমপি এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ এমপি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারাগারে থেকেও দলকে যেভাবে দলকে যেভাবে পরিচালনা করেছিলেন সেটি অভাবণীয়। তিনি কারাগারে বসেই পরিকল্পনা করেছিলেন কিভাবে দেশকে পরিচালনা করবেন এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করবেন।
মন্ত্রী বলেন, শেখ হাসিনা গণতন্ত্রের অগ্নিবীনা। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণে বাংলাদেশ আয়তনের দিক থেকে ৯২তম হয়েও উৎপাদনের দিক থেকে বিশে^র প্রথম এক থেকে পাঁচ নম্বারের মধ্যে বাংলাদেশের নাম রয়েছে। অনেক রাজনৈতিক নেতা প্রধানমন্ত্রীর উন্নয়ন অগ্রযাত্রার বিরুদ্ধে অনেক কথা বলেন কারণ দেশটা যে শেখ হাসিনার নেতৃত্বে বদলে গেলো সেটা তাদের পছন্দ হয়না।
মন্ত্রী আরো বলেন, পদ্মা সেতু উদ্বোধনে করায় পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের চূড়ায় কিংবা দেশের শেষপ্রান্ত পঞ্চগড়ে বসবাসকারী জনগোষ্ঠীও খুঁশি। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র, বিশ্বব্যাংক, পাকিস্তান পদ্মা সেতু উদ্বোধনকে
অভিনন্দন জানিয়েছে কিন্তু বিএনপি অভিনন্দন জানাতে পারেনি।
মন্ত্রী বলেন, অনেকে শ্রীলংকার পরিস্থিতি বাংলাদেশেও হতে পারে এ গুজব রটানোর চেষ্টা করছে। কয়েকদিন আগে কানাডা ভিত্তিক একটি সংবাদ মাধ্যম একটি তালিকা প্রকাশ করেছে। করোনা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের করনে ঝুকিতে আছে এমন ২৫টি দেশের তালিকা প্রকাশ করেছে। সেখানে ইউরূপের অনেকগুলো দেশের নাম আছে কিন্তু বাংলাদেশের নাম নেই।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সহসভাপতি নঈম উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন এবং মহানগর আওয়ামী লীগ ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.