প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ৮:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৫, ২০২০, ৪:৪৭ পূর্বাহ্ণ
যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় শোক দিবস।

আনিসুল ইসলাম রুবেল , মহানগর প্রতিনিধি
দেশের বিভিন্ন স্থানের ন্যায় আজ চট্টগ্রামে ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য নানা রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি মধ্য দিয়ে দিবসটি পালন করছে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত পূর্বক স্বাস্থ্যবিধি মেনে এসব কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,১৫ আগস্টের শহীদদের সমাধিতে ফাতেহা পাঠ পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাতসহ সামাজিক দূরত্ব নিশ্চিত পূর্বক স্বাস্থ্যবিধি মেনে সারাদেশের মসজিদ সমূহে বাদ জোহর বিশেষ মোনাজাত এবং মন্দির,গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা। এছাড়াও দেশে বিভিন্ন ভবঘুরে কেন্দ্র, হাসপাতাল, কারাগার, এতিমখানা, মাদ্রাসায় বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। এদিকে বন্দরনগরী চট্টগ্রামে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন সমূহ এ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালোব্যাজ ধারণ, বৃক্ষরোপণ, খতমে কোরআন দোয়া মাহফিল ও মোনাজাত।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.