নেত্রকোণা সহ সারাদেশে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে পালিত হলো ঈদুল আযহা। দেশের বৃহৎ জামাত অনুষ্ঠিত দিনাজপুরে। দ্বিতীয় বৃহৎ জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে। এসব জামাতে দেশের বিভিন্ন অঞ্চলের মুসলিমগণ অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশের জনগণের উদ্দেশ্যে পৃথক পৃথক বাণী দেন।নেত্রকোণায় দুটি ঈদ জামাত যথাক্রমে ৯টা ও ৯টা ১৫ মিনিটে নেত্রকোণা কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু নেত্রকোণাসহ দেশের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। নেত্রকোণার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস জেলাবাসীকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নেত্রকোণার জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কুমার রায় কোরবানীর মহিমায় উদ্ভাসিত হয়ে মনের পশুত্বকে কোরবানী করার আহ্বান জানান। নেত্রকোণা পৌরসভার মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান।
এছাড়াও এবারের ঈদুল আযহায় দেশের মুসলিম ধর্মপ্রাণ মানুষ একে অপরের প্রতি শুভেচ্ছা ও কুশল বিনিময় ও বিভিন্ন ধরণের পশু কোরবানের মাধ্যমে যথাযথভাবে ঈদ উদযাপন করেন।
এসময় বিভিন্ন রাজনৈতিক, দলীয়, নির্দলীয়, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ একে অপরের সাথে কুশল বিনিময় ও ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.