আইসিসি বিশ্বকাপের মতো বড় আসরে এবার জায়গা করে নিলো ইন্দোনেশিয়া। উত্তেজনায় ঠাসা ম্যাচে জিতে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার অনুমতি পেল দেশটির নারী ক্রিকেট দল। ২০২৩ সালের নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেয়েছে তারা।
মঙ্গলবার ইন্দোনেশিয়ার বালিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮৯ রান করে স্বাগতিকরা। মামুলি স্কোর তাড়া করতে নেমে ৪ বল বাকি থাকতেই ৮৭ রানে অলআউট হয় পাপুয়া নিউগিনি। শেষ ওভারে জয়ের জন্য পাপুয়া নিউগিনির দরকার ছিল মাত্র ৩ রান, হাতে ছিল ২ উইকেট। ইন্দোনেশিয়ার বোলার আইয়ু কুর্নিয়ার্তিনি প্রথম দুই বলেই ২ উইকেট শিকার করে দলকে ইতিহাস গড়ার উপলক্ষ্য তৈরি করে দেন।
ঐতিহাসিক এই জয়ে প্রথমবারের মতো আইসিসি বিশ্বকাপ খেলার উৎসবে মেতে ওঠে ইন্দোনেশিয়া। দেশটির অধিনায়ক ভেসিকারাত্না দেবি বলেছেন, আমি খুব খুশি এবং দল নিয়ে খুব গর্বিত। আমি বিশ্বাস করতে পারছি না যে আমরা এই জায়গায় পৌঁছাবো।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.