চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ( সিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষ্ণপদ রায়। তিনি বর্তমান কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের স্থলাভিষিক্ত হবেন।
বৃহস্পতিবার (৩০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নতুন কমিশনার হিসেবে কৃষ্ণপদকে নিয়োগ দেওয়া হয়। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
পুলিশ বিভাগের চৌকস এই কর্মকর্তা পূর্বে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার, যুগ্মকমিশনার, উপকমিশনার, চাঁদপুর জেলা পুলিশ সুপার হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। ১৫ ব্যাচের (বিসিএস পুলিশ) এই কর্মকর্তা স্বীকৃতি হিসেবে দুইবার বিপিএম এবং দুইবার পিপিএম পদকে ভূষিত হন
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.