প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ৩:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৯, ২০২০, ৪:১৮ অপরাহ্ণ
আজ থেকেই আগামী ২০ আগস্ট পর্যন্ত একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি কার্যক্রম শুরু।

ডেক্স রিপোর্ট
আগামী শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি কার্যক্রম আজ সকাল সাতটা থেকে শুরু হয়েছে। দেশের সব সরকারি-বেসরকারি কলেজগুলোর একাদশ শ্রেণিতে ভর্তি হতে আগামী ২০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। শিক্ষার্থীরা অনলাইনে সর্বোচ্চ দশটি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। নগদ সোনালী ব্যাংক টেলিটক বিকাশ শিওর ক্যাশ রকেটের মাধ্যমে ১৫০ টাকা আবেদন ফি জমা দিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। শিক্ষার্থীর মেধা ও পছন্দক্রম অনুসারে নির্দিষ্ট কলেজে ভর্তির জন্য মনোনীত করা হবে। প্রক্রিয়া শেষে আগামী ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর কলেজ গুলোতে শিক্ষার্থী ভর্তি করা হবে। এতেই নয়টি সাধারণ এবং মাদ্রাসা বোর্ডের যেসকল কলেজে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে ইতিমধ্যে বোর্ড ভিত্তিক সেই তালিকাও ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.