বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সম্প্রচার জটিলতা কেটে গেল। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্ট দেখা যাবে দেশের প্রথম ও একমাত্র স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টসে।
শুধু তাই নয়, আগামী ২৪ জুন থেকে সেন্ট লুসিয়ায় শুরু হতে যাওয়া দুই টেস্ট সিরিজের শেষ টেস্টসহ ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচারের ঘোষণা দিয়েছে এই টিভি চ্যানেল।
এ প্রসঙ্গে চ্যানেলটির সিইও ইশতিয়াক সাদেক বলেন, দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল হিসেবে দর্শকদের কাছে আমাদের একটা দায় আছে। সেটাকে বিবেচনায় নিয়েই ওয়েস্ট ইন্ডিজ সফরের বাকিটা সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছি।
আগামী ২৪ জুন থেকে সেন্ট লুসিয়ায় শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। এরপর ২, ৩ ও ৭ জুলাই অনুষ্ঠিত হবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১০, ১৩ এবং ১৬ জুলাই অনুষ্ঠিত হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। সবগুলো ম্যাচই সম্প্রচার করবে টি-স্পোর্টস।
উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ সফরটি অবশ্য ভালোভাবে শুরু করতে পারেনি বাংলাদেশ। অ্যান্টিগায় প্রথম টেস্টে হেরে গেছে ৭ উইকেটের ব্যবধানে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.