"জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন" এই স্লোগানকে ধারন করে নেত্রকোণায় প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ উদ্বোধনী করা হয়েছে। আজ বুধবার (১৫ জুন) সকালে নেত্রকোণা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পায়রা উড়িয়ে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ উদ্বোধনী উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি রের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোক্তার পাড়া মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন, জেলা পরিসংখ্যান ব্যুরো উপ-পরিচালক মোহাম্মদ কামাল হোসেনসহ আরো অনেকে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.