প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ৮:১১ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৭, ২০২০, ২:৪২ অপরাহ্ণ
রাঙ্গুনিয়ায় লিচুবাগানে আগুনে পুড়ে গেছে ৮টি বসতঘর ও ৪টি দোকান

রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে বসতঘর ও দোকান। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের লিচুবাগান হামদার্দ ল্যাবরেটরির পাশে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করছেন ক্ষতিগ্রস্তরা।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার আবু বক্কর সিদ্দিক জানায়, অগ্নিকান্ডের খবরে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনাস্থলে পৌছায়। পরবর্তীতে অগ্নি নির্বাপণে যোগ দেন কাপ্তাই ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর অগ্নি নির্বাপণ দল। সমন্বিত প্রচেষ্টায় দীর্ঘ দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ভয়াবহ এই অগ্নিকান্ডে লিচুবাগান এলাকার খতিজা বেগমের মালিকানাধীন ৬টি ভাড়া বসতঘর ও ২টি দোকান এবং মো. নাছেরের মালিকানাধীন আরও ২টি ভাড়া বসতঘর ও ২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তাদের আনুমানিক ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে ।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.