"গুদামে গুদামে কৃষকের ধান, কৃষক বাঁচে, বাঁচে প্রাণ" প্রতিপাদ্য বিষয়ে খাগড়াছড়ির রামগড়ে প্রকৃত কৃষকদের কাছ থেকে সরকার বোরো ধান সংগ্রহের জন্য লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করে মনপ্রতি ১ হাজার ৮০ টাকা ধরে ধান ক্রয় কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩১ মে) দুপুরে উপজেলা খাদ্য গুদামে উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দীন আরাফাত এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলী আহাম্মেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হিমো চাকমা, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ আলম সহ প্রমুখ।
উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আলী আহাম্মেদ জানান, এ বছর ৩৯ হাজার মেট্রিক টন ধানের লক্ষ্যমাত্রা পাওয়া গেছে। ৩১ মে থেকে আগামী ৩১ আগষ্ট পর্যন্ত কেজি প্রতি ২৭ টাকা দরে একজন কৃষক ১ থেকে ৩ মেট্রিক টন পর্যন্ত ধান বিক্রি করতে পারবেন। উপজেলায় তথ্য অফিসের সহযোগিতায় প্রচার- প্রচারনা শেষে অগ্রাধিকার মূলে ৪৩৫ জন কৃষকের মধ্য থেকে সংগ্রহ করা হচ্ছে বলে জানান।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.