স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত গুণীজন নাগরিক সংবর্ধনা কমিটি চট্টগ্রামের মতবিনিময় সভা গতকাল ২৮ মে শনিবার সন্ধ্যা ৭টায় নগরের খুলশী আবাসিক এলাকা¯’ সংগঠনের যুগ্ম আহবায়ক, সাবেক ভারপ্রাপ্ত মেয়র হাসিনা জাফরের বাসভবনে আহবায়ক প্রকৌশলী জাবেদ আবছার চৌধুরীর সভাপতিত্বে ও সমন্বয়কারী স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত হলেও চট্টগ্রাম ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গুণীজনেরও রাজধানী। বীর চট্টগ্রামে যত জন দেশখ্যাত ও বিশ্বখ্যাত গুণীজন জন্মগ্রহণ করেছেন, দেশের কোথাও এত জন গুণীজনের জন্ম হয়নি। বক্তারা আরো বলেন, স্বাধীন বাংলাদেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামের সূতিকাগার এই চট্টগ্রাম। সভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক হাসিনা জাফর, এম এ সবুর, মো. কামাল উদ্দিন, ভাস্কর ডি কে দাশ মামুন, সদস্য অধ্যাপক মাসুদ রানা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, অধ্যাপক শহিদুল ইসলাম, ড. শফিউল আজম, ডা. হুমাইরা কানিজ, রিংকু ভট্টাচার্য, প্রকৌশলী অনুরূপ চৌধুরী, মো. হাসান মুরাদ, এম এ হাশেম, জসিম উদ্দিন চৌধুরী, কেফায়েত উল্লাহ
আরকান, জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, ফাতেমা আকতার ডলি, মো. মহিউদ্দিন, মো. মাইনুল ইসলাম, মো. মাসুদ রানা, হারাধন চৌধুরী, মো. ইসমাইল, মো. সেলিম উদ্দিন, শাহজালাল রানা, মো. সাকের উল্লাহ আশেক, আঁচল চক্রবর্তী, মুরাদ আহমেদ শাওন, নারীনেত্রী তপতী সরকার, শিউলি আকতার, মো. নাঈম হাসান, আবদুল কাদের রুবেল, মিনু বিশ্বাস, আনোয়ারা আলম, চিনু নন্দী, শিল্পী বড়ুয়া, সুমাইয়া আকতার, বিপ্লব বিজয়, মো. কালিম শেখ।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.