পূর্ব তিমুরের উপকূলে ভূমিকম্প আঘাত হেনেছে। আজ শুক্রবার আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ১ ছিল বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। খবর এএফপির।
ইউএসজিএসের বরাতে খবরে বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল পূর্ব তিমুর ও ইন্দোনেশিয়ার মধ্যকার তিমুর দ্বীপের পূর্ব প্রান্ত। এর গভীরতা ছিল ৫১ দশমিক ৪ কিলোমিটার।
ভূমিকম্পের পর অঞ্চলটিতে সুনামি সতর্কতা জারি করে ভারত মহাসাগরীয় সুনামি সতর্কতা ও প্রশমন ব্যবস্থা (আইওটিডব্লিউএমএস) কর্তৃপক্ষ।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.