প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ৮:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩, ২০২০, ৪:৩৪ পূর্বাহ্ণ
গুইমারা সিন্দুকছড়ি ইউনিয়নে ত্রিপুরা পল্লীতে ত্রাণ বিতরণ ও নৈতিক শিক্ষা কেন্দ্র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা সিন্দুকছড়ি ইউনিয়নের দুর্গম ত্রিপুরা পল্লী মুড়াপাড়ায় অদুল - অনিতা ট্রাস্টের অধীনে অসহায় গরীব কর্মহীন মানুষের মধ্যে ভালোবাসার ত্রাণসামগ্রী বিতরণ ও নৈতিক শিক্ষা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি দানবীর সনাতনী চিন্তাবিদ অদুল চৌধুরী ও অনিতা চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে দেশের বিভিন্ন অবহেলিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণের কাজের অংশ হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলারও এর ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে গতকাল রোজ শুক্রবার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নে মুড়াপাড়ায় এসকল ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সময় ৫০ পরিবারের মধ্যে চাল ডাল আলু ও গীতা গ্রন্থ বিতরণ করা হয়। এ কাজের পাশাপাশি ত্রিপুরা সনাতনী গীতা সংঘের উদ্যোগে একই গ্রামে নৈতিক শিক্ষা কেন্দ্র উদ্বোধন এবং ত্রিপুরা সনাতনী গীতা সংঘের শাখা কমিটির গঠন করা হয়। এসময় অনুষ্ঠানে মহান আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শংকর মঠ মিশনের সদস্য পুরোহিত শ্রী বীরপক্ষ মহারাজ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা সনাতনী গীতা সংঘের সহ-সভাপতি দৈনিক প্রতিদিনের চিত্র চট্টগ্রাম ব্যুরো প্রধান ও ইতিহাস ৭১ অনলাইন নিউজ পোর্টাল এবং অনলাইন টিভি চ্যানেলের সম্পাদক ও প্রকাশক ত্রিপন জয় ত্রিপুরা ত্রিপুরা সনাতনী গীতা সংঘের সাধারণ সম্পাদক অর্পণ বিকাশ ত্রিপুরা সনাতনী গীতা সংঘের সাংগঠনিক সম্পাদক রূপক ত্রিপুরা সনাতনী গীতা সংঘের সদস্য অনন্ত বিকাশ ত্রিপুরা কিশোর স্থানীয় সিন্দুকছড়ি মুড়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রতন ত্রিপুরা স্থানীয় মন্দির কমিটির সাধারণ সম্পাদক গনন্দ ত্রিপুরা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী। এসময় ত্রিপুরা সনাতনী গীতা সংঘের সহ-সভাপতি ত্রিপন জয় ত্রিপুরা তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন স্বাস্থ্য সকল সুখের মূল তাই বৈশ্বিক করোনা ভাইরাস কালীন আরো বেশি স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে নজর দিয়ে সচেতন হয়ে চলার পাশাপাশি সুখে-দুখে নিজ নিজ ধর্মের অনুশাসন মেনে একসাথে এক হয়ে চলার পরামর্শ দেন। এসময় তিনি নৈতিক শিক্ষা কেন্দ্র উদ্বোধন করেন এবং ১১ সদস্যের একটি কমিটি গঠন করে তাদেরকে শপথ বাক্য পাঠ করান এবং তাদের হাতে পবিত্র গীতা গ্রন্থ তুলে দেন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.