বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। প্রাণঘাতী এই ভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও পাঁচ লাখ ৪৭ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। এছাড়া এই সময়ে প্রাণ গেছে এক হাজার ৬৭৬ জনের।
করোনাভাইরাস সংক্রান্ত তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডওমিটার’ থেকে এই তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় (শুক্রবার) সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে আমেরিকায়। দেশটিতে এদিন করোনা শনাক্ত হয়েছে ৮৭ হাজার ৫৯৫ জনের। এই সময়ে দেশটিতে ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ২৭২ জনের।
এদিন জার্মানিতে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৬৭ হাজার ৬৭০ জনের শরীরে। দেশটিতে মৃত্যু হয়েছে ১৮১ জনের।
তাইওয়ানে এদিন করোনা শনাক্ত হয়েছে ৬৫ হাজার ১১ জনের। মৃত্যু হয়েছে ৪১ জনের।
শুক্রবার অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৫১ হাজার ৭৭৩ জনের শরীরে। দেশটিতে এদিন মৃত্যু হয়েছে ৫১ জনের।
গত ২৪ ঘণ্টায় জাপানে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ৪২ হাজার ৩৭৮ জনের। মৃত্যু হয়েছে ৩৯ জনের।
শুক্রবার ইতালিতে করোনা শনাক্ত হয়েছে ৩৮ হাজার ৫০৭ জনের। মৃত্যু হয়েছে ১১৫ জনের।
এদিন দক্ষিণ কোরিয়ায় করোনা শনাক্ত হয়েছে ৩২ হাজার ৪০৯ জনের শরীরে। মৃত্যু হয়েছে ৫২ জনের।
ব্রাজিলে শনাক্ত হয়েছে ৫ হাজার ৬০৯ জনের। মৃত্যু হয়েছে ১৩০ জনের। স্পেনে শনাক্ত হয়েছে ২২ হাজার ৭৪৪ জনের। মৃত্যু হয়েছে ১০৭ জনের।
এদিকে, শনিবার সকাল ৮টা পর্যন্ত বিশ্বব্যাপী আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ কোটি ২ লাখ ৮৯ হাজার ১০১ জনে। মোট মৃত্যু দাঁড়িয়েছে ৬২ লাখ ৮৬ হাজার ৫১৯ জনে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.