বুধবার-১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রামগড়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন

শুরু হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২২-এ খেলা।

১২ মে (বৃহঃবার) বিকাল ৪টায় রামগড় সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভুমি) উম্মে হাবিবা মজুমদার, পৌর মেয়র রফিকুল আলম, ওসি মোহাম্মদ সামসুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু কাউছার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইলিয়াছ, রা,স,উ,বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভাঃ) আবদুল কাদের।
খেলা পরিচালনা করেন, প্রধান রেফারি শুভ ভৌমিক, সহকারী রেফারি- দীপ দে ও সম্পদ বড়ুয়া এবং ধারাভাষ্যকার মোঃ হানিফ মিয়া সহ আরো উপস্থিত ছিলেন, ক্রীড়া প্রেমিক, স্কুল- কলেজ- মাদ্রাসার ছাত্র-ছাত্রী এবং অভিভাবক, প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিক বৃন্দ।

উদ্বোধনী খেলায় রামগড় পৌরসভা একাদশ – পাতাছড়া একাদশকে ৮-১ গোলো পরাজিত করে জয় লাভ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype