ধর্ম যার যার,উৎসব সবার,অস্প্রাদায়িক চেতনায় বাংলাদেশ এগিয়ে যাক, এই দূঢ় প্রত্যয়ে- প্রতি বছরের ন্যায় এ বছরও কুয়েতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান এর বাসভবন বাংলাদেশ হাউজ এ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বাংলাদেশী বৌদ্ধ সমিতি কুয়েত, শুভেচ্ছা বিনিময় করেন ০২,ই মে রোজ সোমবার।
শুভেচ্ছা বিনিময় প্রাক্কালে সমিতি,র কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূত জানতে চান। দান শীল চেতনায়, মানবতায় প্রবাসে থেকে বাংলাদেশী বৌদ্ধ সমিতি কুয়েতের কার্যক্রম শুনে রাষ্ট্রদূত অন্যন্ত খুশী চিওে বলেন- প্রবাসে সৎভাবে জীবিকা নির্বাহ করতে ও কুয়েতের সরকারের চলমান আইনের প্রতি শ্রদ্ধাবোধ রেখে মিলিমিশে সংগঠন পরিচালনা করে দেশের সুনাম অক্ষুন্ন রাখতে।
শুভেচ্ছা বিনিময় কালে বাংলাদেশী বৌদ্ধ সমিতির পক্ষে উপস্হিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, সমিতির উপদেষ্টা -অশোক কুমার বড়ুয়া,উপদেষ্টা- উওম বড়ুয়া, উপদেষ্টা -বিনয় প্রসাদ বড়ুয়া, সভাপতি -দুলাল কান্তি বড়ুয়া,কার্যকরী সদস্য সাবেক ধর্মীয় সম্পাদক – উওম বড়ুয়া,সদস্য – মিলন বড়ুয়া, রয়েল বড়ুয়া, মোঃ খলিল, মোঃ মহসিন প্রমুখ।এই সময় বাংলাদেশী বৌদ্ধ সমিতির কুয়েতে র প্রকাশিত ধর্মীয় বই রাষ্টদূত কে উপহার দেন সমিতির সভাপতি – বাবু দুলাল কান্তি বড়ুয়া।
পরে রাষ্ট্রদূতের সৌজন্যে সবাই মধ্যান্ন ভোজনে অংশ গ্রহন করেন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.