রাউজান উপজেলাধীন ধর্মগ্রাম পূর্ব আবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহার পরিচালনা কমিটির সাবেক অর্থ সম্পাদক এবং গণপূর্ত অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা প্রকাশ রঞ্জন বড়ুয়ার শেষকৃত্য অনুষ্টান ০২.০৫.২০২২ রোজ সোমবার ওনার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়।
সমাজসেবক সুশীল বড়ুয়ার সঞ্চালনায় শেষকৃত্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধভিক্ষু মহাসভার ধর্মীয় সম্পাদক ভদন্ত অরুণানন্দ মহাথের ৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঝড়দিঘীর পাড় জেতবন বিহারের অধ্যক্ষ সচ্ছিতানন্দ মহাথের। প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন বিবেকানন্দ বিহারের অধ্যক্ষ পূর্ণানন্দ থের।
শোকসভায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাউজান উপজেলার ১২ নং উরকিচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল, ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সহ-সম্পাদক নির্মল বড়ুয়া বাবু,১২ নং উরকিচর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এমরান হোসেন মনির, চট্টগ্রাম মহানগরস্থ বাকলিয়া থানা ছাত্রলীগের আহবায়ক মোঃ মিজানুর রহমান ,চট্টগ্রাম মহানগরস্থ ১৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুহৃদ বড়ুয়া শুভ, ১২ নং উরকিচর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউ.পি সদস্য দিবস বড়ুয়া, প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সভাপতি সাংবাদিক রতন বড়ুয়া, পূর্ব আবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহার পরিচালনা কমিটি, আবুরখীল সতেন্দ্র-মায়া ফাউন্ডেশন,আবুরখীল জনকল্যান প্রাইমারী বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ, তালুকদার পাড়া ক্রিকেট একাদশ।
স্মৃতিচারণ করেন প্রবীন সমাজসেবক প্রদীপ কুমার বড়ুয়া, সমাজসেবক স্বপন বড়ুয়া নটু, সলীল বড়ুয়া, অলক বড়ুয়া টিংকু, রুমা বড়ুয়া।
ধর্মদেশনা করেন বাংলাদেশ বৌদ্ধভিক্ষু মহাসভার প্রচার ও প্রকাশনা সম্পাদক ভদন্ত ধর্মপ্রিয় থের, ভদন্ত ধর্মানন্দ থের, শান্তিময় বিহারের অধ্যক্ষ বুদ্ধানন্দ ভিক্ষু, ভদন্ত করুণাপ্রিয় ভিক্ষু।
কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রয়াতের সন্তান প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের কার্যকরী সদস্য হীরু বড়ুয়া বাবু।
অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা প্রকাশ রঞ্জন বড়ুয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড.বিকিরণ প্রসাদ বড়ুয়া। স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম-মহাসচিব ডা.উত্তম কুমার বড়ুয়া।
আগামী শনিবার ওনার পারলৌকিক সৎগতি কামনায় আগামী শনিবার অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতীভোজন অনুষ্ঠিত হবে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.