চন্দনাইশ পৌরসভার মধ্যম জোয়ারা সুখরঞ্জন বিহারাধীন সমাজ কল্যাণ মৈত্রী সংঘের পরিচালনা কমিটির সাবেক সহ-সভাপতি ও ধার্মিক উপাসক অধীর রঞ্জন বড়ুয়া (রাখাল)’র অন্ত্যেষ্টিনুষ্ঠান গত ২৭ এপ্রিল বুধবার অধ্যাপক জ্ঞানরত্ন মহাস্থবির’র সভাপতিত্বে মধ্যম জোয়ারা গ্রামে সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন দেবানন্দ মহাস্থবির, বিশেষ অতিথি ছিলেন সোমানন্দ মহাস্থবির, প্রধান ধর্মদেশক ছিলেন ড. সংঘপ্রিয় মহাথেরো। অনিত্য দেশনা করেন এল অনিরুদ্ধ মহাথেরো, পারিবারিক পরিচিতি প্রদান করেন শিক্ষক তাপস বড়ুয়া। শ্রদ্ধা নিবেদন ও স্মৃতিচারণ করেন রাজনীতিবিদ সাথী উদয় কুসুম বড়ুয়া, সংগঠক ও রাজনীতিক সরিৎ চৌধুরী সাজু, বিহার কমিটির সভাপতি প্রসূন বড়ুয়া, প্রকৌ. রুপক বড়ুয়া, শিক্ষক টিকজিত বড়ুয়া, দীপক বড়ুয়া প্রমুখ। দেবাশীষ বড়ুয়া লিংকনের সঞ্চালনায় শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন গৃহায়ন লিঃ ও পদ্মবীণা ফাউন্ডেশন এর পক্ষে সৌমেন চৌধুরী, প্রকৌ. সাবু বড়ুয়া, একমুঠো বৌদ্ধ তরুণের সভাপতি যুব ইউনিয়ন নেতা অনুপম বড়ুয়া পারু, বিপ্লব বিজয়।
উল্লেখ্য যে, গত ২৬ এপ্রিল সকাল ১০টায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স ৭৭ বছর। তিনি দুই ছেলে জুয়েল বড়ুয়া, রুবেল বড়ুয়া, কন্যা উর্মি বড়ুয়া, আত্নীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর প্রয়াণে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবির, আমেরিকা থেকে অধ্যাপক প্রজ্ঞাবংশ মহাথেরো ও মুদিতা রত্ন ভিক্ষু, আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ড. সুকোমল বড়ুয়া, অজিত রঞ্জন বড়ুয়া, প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, প্রফেসর ডাঃ প্রভাত চন্দ্র বড়ুয়া, অধ্যাপক প্রকৌশলী মৃণাল কান্তি বড়ুয়া, চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক ডাঃ শাহাদাত হোসেন, আবুল হাশেম বক্কর, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, পৌরসভার মেয়র মাহবুব আলম খোকা, ডাঃ উত্তম কুমার বড়ুয়া, সুপ্ত ভূষণ বড়ুয়া, এড. জয়শান্ত বিকাশ বড়ুয়া, স্বপন কুমার বড়ুয়া, পূরবী বড়ুয়া, প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া প্রমুখ। এ ছাড়াও চন্দনাইশ ভিক্ষু সমিতি, চন্দনাইশ বৌদ্ধ পরিষদ, পটিয়া বাংলাদেশ বৌদ্ধ সেবাসদন, ধলঘাট বীরকন্যা প্রীতিলতা ট্রাস্ট, উত্তর বঙ্গ আদিবাসী বৌদ্ধ ফোরাম, ইপিজেড হিল ছাদিগাং বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি, মধ্যম জোয়ারা সুখরঞ্জন বিহার কমিটি, শহীদ সুবিমল স্মৃতি সংসদ, রাউজান কালচারাল পার্ক, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদ প্রমুখ শোক প্রকাশ করেন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.