প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ৮:১২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২০, ১:০৫ পূর্বাহ্ণ
রাঙ্গুনিয়ার পোমরায় খলিলুর রহমান চৌধুরীর মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

রঞ্জন বড়ুয়া রকেট
রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরীর মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার পোমরা ইউনিয়নের খাঁ মসজিদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জহির আহাম্মদ চেয়ারম্যান পরিবারের আয়োজনে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম চৌধুরী আইয়ুবের পরিচালনায় মাহফিলে অংশ নিয়েছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কুতুবুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন তালুকদার, খলিলুর রহমানের ছেলে আরিফুল ইসলাম চৌধুরী, এমরুল করিম রাশেদ, আইয়ুব নূরী, জসিম উদ্দিন শাহ, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ছৈয়দুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ওসমান হোসেন চৌধুরী, উপজেলা কৃষক লীগ সভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক আইয়ুব রানা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক দিদারুল আলম, জুটমিল শ্রমিক লীগ নেতা ফজলুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর, আবু তাহের মেম্বার, যুবলীগ রাশেদ কালাম চৌধুরী, এম এ বাবুল, ছাত্রলীগ নেতা মুফিজুর রহমান খান প্রমুখ।
মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পোমরা ইউনিয়ন গাউছিয়া সমিতির সাবেক সভাপতি আব্দুল মান্নান হারুনী। শেষে উপস্থিত কয়েক শতাধিক মুসল্লিদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.