২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতির দাবীতে আজ ২৪ মার্চ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ ও সূর্যাস্তের পর শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বালন কর্মসূচি পালন করেছে সেক্টর কমান্ডারস ফোরাম- চট্টগ্রাম জেলা ও মহানগর। সংগঠনের চট্টগ্রাম মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা.সরফরাজ খান চৌধুরীর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম.এ সালাম।
প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, নারীনেত্রী দিলোয়ারা ইউসুফ,চ.বি শিক্ষক হিমু হামিদ। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস,আবু বক্কর সিদ্দিক,ফোরকান উদ্দিন আহমেদ,বাদশা মিয়া,গৌরী শংকর চৌধুরী, জেলা ও নগর নেতৃবৃন্দের মধ্যে সেলিম চৌধুরী,এডভোকেট ইফতেখার রাসেল,সাহেদ মুরাদ শাকু,এডভোকেট সাইফুন নাহার খুশী,হাজী সেলিম রহমান,মো. জসীম উদ্দিন,ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া,ডা. ফজলুল হক সিদ্দিকী,সাদাত আনোয়ার সাদী,এডভোকেট মোস্তাফা আনোয়ার,আরিফ মঈনুদ্দিন,নুরুল হুদা চৌধুরী, মো.নাজিম উদ্দিন, পংকজ রায়,মুস্তাফিজুর রহমান বিপ্লব,আনিসুর রহমান,এডভোকেট মিলাদুল আমীন,শফিকুর রহমান,ফারজানা মিলা,উপাধ্যক্ষ চন্দন দাশ,সেলিনা আকতার, নবী হোসেন সালাউদ্দিন,ইব্রাহীম চৌধুরী,শীলা চৌধুরী,এডভোকেট সৈকত দাশগুপ্ত,রিজিয়া সুলতানা, সোহেল ইকবাল,মোহাম্মদ সিরাজ,ইঞ্জিনিয়ার ইয়াকুব মুন্না, মো.হোসেন চৌধুরী সাদ্দাম,শহিদুল আলম লিটন,ইকবাল করিম,ডা.মনিরুল ইসলাম,আশরাফ খান,নয়ন মজুমদার,শাহাদাত টিপু,ইমাম শাকিব, আইমান উদ্দিন, উত্তম দাশ প্রমূখ।
সমাবেশে প্রধান অতিথি এম.এ সালাম বলেন,একাত্তরের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র নিরাপরাধ ও ঘুমন্ত সাধারণ বাঙালির ওপর যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল তা পৃথিবীর ইতিহাসে অন্যতম ভয়াবহ গণহত্যা।একটি জনগোষ্ঠীর স্বাধিকারের দাবীকে চিরতরে মুছে দিতে এবং বাঙালি প্রজন্মকে নিশ্চিহ্ন করে দেয়ার নারকীয় পরিকল্পনা 'অপারেশন সার্চ লাইট'। এই ভয়াবহতম নৃশংসতম হত্যাযজ্ঞের স্মরণে ২০১৭ সালের ১১ মার্চ জাতীয় সংসদে চতুর্দশ অধিবেশনে ২৫ মার্চকে জাতীয় জাতীয় গণহত্যা দিবস ঘোষণা করা হয়।এই দিবসটি আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান আজ সময়ের দাবী।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.