উৎফল বড়ুয়া
চট্টগ্রামে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) বিশেষায়িত করোনা হাসপাতালে রোগীদের জন্য অক্সিজেন ও এন ৯৫ মাস্ক সরবরাহ করেছে ইস্পাহানি গ্রুপ।
শনিবার (১৮ জুলাই) ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতাল প্রাঙ্গণে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, বিএমএ সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান ও সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী, ইস্পাহানি গ্রুপের জিএম শাহ মইনউদ্দিন হাসান, ডিভিশনাল ম্যানেজার চৌধুরী আবু হেনা মোস্তফা হেলাল ও বিআইটিআইডি’র পরিচালক অধ্যাপক ডা. এম এ হাসান। সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন ইস্পাহানি টি লিমিটেড’র উইং ম্যানেজার, জনাব নুর নবী।