ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল ২১ ফেব্রুয়ারী প্রথম প্রহরে রূপগঞ্জ উপজেলা পরিষদে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও তাদের সম্মানে দাড়িয়ে নিরবতা পালন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। বিকালে ভুলতা হাইওয়ে পুলিশ ক্যম্পে ভাষা শহীদদের নিয়ে ইতিহাস ভিত্তিক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ পর্বে সভাপতিত্ব করেন ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মোঃ সালাউদ্দিন। এ সময় ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.