বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিদায়ী পরিষদের সভাপতি মুহম্মদ এনামুল হকের সভাপতিত্বে সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল আল মামুনের সঞ্চালনায় দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ হাশেম এবং তৃতীয় বারের মতো পুনরায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত এ.এইচ.এম জিয়াউদ্দিন।
উপস্থিত ছিলেন নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শফিক উল্লাহ্, সহ-সভাপতি মোহাম্মদ আজিজ উদ্দীন (হায়দার), সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদুর রহমান (রিটু), অর্থ সম্পাদক এম. সালাহ্উদ্দিন মনসুর চৌধুরী (রিমু), পাঠাগার সম্পাদক মো. জাহিদুল ইসলাম চৌধুরী, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক লায়লা নুর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. মেজবাহ উদ্দিন (দোয়েল), নির্বাহী সদস্য যথাক্রমে মো. তৌহিদুল বারী চৌধুরী, এ.এন.এম. রোকনুজ্জামান (মুন্না), মো. খোরশেদ আলম, মো. মোস্তফা করিম, তৌহিদুল ইসলাম, মো. আবদুল্লাহ-আল-মামুন, বিলকিস আরা (মিতু), আইনুল কামাল, শ্যামল চৌধুরী, সেলিনা আক্তারসহ বিদায়ী পরিষদের কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং সমিতির সাবেক সভাপতি ও সাধারণসম্পাদকবৃন্দসহ বিপুল সংখ্যক বিজ্ঞ আইনজীবী।
দায়িত্ব গ্রহণকালে নবনির্বাচিত সভাপতি আবু মোহাম্মদ হাশেম ও সাধারণ সম্পাদক এ.এইচ.এম. জিয়াউদ্দিন দলমত নির্বিশেষে প্রায় ছয় হাজার আইনজীবীর মান, মর্যাদা ও স্বার্থ সংরক্ষণের জন্য সকল প্রকার দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন বলে অঙ্গীকার করেন। পাশাপাশি এ ব্যাপারে সকল বিজ্ঞ আইনজীবীদের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকল বিজ্ঞ আইনজীবীর প্রতি আহবান জানান।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.