পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। ঘরের মাটিতে অজিদের সামনে পাত্তাই পায়নি শ্রীলঙ্কা। সিরিজের দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে লঙ্কানদের হারায় অজিরা। আর সেই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অজি পেসার জশ হ্যাজলউড। তার পুরস্কারও পেলেন হাতে নাতে। আইসিসির সদ্য প্রকাশিত টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ৭৮৩ পয়েন্টে নিয়ে দুই নাম্বারে আছেন এই অজি পেসার। তার চেয়ে মাত্র এক পয়েন্ট বেশি নিয়ে সাউথ আফ্রিকার স্পিনার তবরেজ শামসি আছেন সবার ওপরে।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে এবারই প্রথম দুই নাম্বার জায়গাটা দখল করতে পারলেন হ্যাজলউড। সামনের দুই ম্যাচে ভালো করলে র্যাংকিং টপার শামসিকে টপকে শীর্ষ যাওয়ার সুযোগ আছে তার।
হ্যাজলউডের উত্থানে তিনে চলে গেছেন লঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার পরেই আছেন ইংলিশ স্পিনার আদিল রাশিদ। পাঁচে আছেন অজি স্পিনার অ্যাডাম জাম্পা। সেই হিসাবেও ব্যতিক্রম হ্যাজলউড, টি-টোয়েন্টি বোলিং র্যাংকিংয়ের শীষ পাঁচে থাকাদের মধ্যে তিনিই একমাত্র পেসার।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.