বলিউডের বহু তারকাই এখন নাম লিখিয়েছেন ওয়েব দুনিয়াতে। সেই তালিকায় নতুন সংযোজন মাধুরী দীক্ষিত। নেটফ্লিক্সের একটি ওয়েব সিরিজে দেখা যাবে এই অভিনেত্রীকে। মাধুরী দীক্ষিতের ওয়েব সিরিজের নাম ‘দ্য ফেম গেম’।
বলিউডের ডান্সিং ডিভা মাধুরী। এখনও ক্যামেরার সামনে দাঁড়ালে তার নাচে মুগ্ধ হয়ে যান দর্শকরা। সিরিজেও তিনি এমনই এক তারকার চরিত্রে অভিনয় করেছেন। গ্ল্যামারের দুনিয়ার দর্শকদের কাছে পারফেক্ট জীবন অনামিকা আনন্দের। নাম, প্রতিপত্তি, অর্থ, সবই রয়েছে তার। কিন্তু গ্ল্যামারের এই ছটার নেপথ্যে তারকার জীবন কেমন? কী রহস্য লুকিয়ে রয়েছে তাঁর সম্পর্কের জটিল আবর্তে? এই গল্প নিয়েই তৈরি ‘দ্য ফেম গেম’। ছবিতে মাধুরীর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় কাপুর। এছাড়াও রয়েছেন মানব কউল। এই সিরিজে সম্ভবত এক অভিনেতা ভূমিকায় রয়েছেন মানব। ছাড়াও সিরিজে অভিনয় করেছেন সুহাসিনী মুলে, মুসকান জাফেরি, লক্ষ্যবীর শরণ।
১৯৮৪ সালে ‘অবোধ’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে সফর শুরু করেন মাধুরী। তারপর দর্শকদের মনের মোহিনী হয়ে ওঠেন। মাঝে পরিবারের দায়িত্ব সামলাতে বিদেশ পাড়ি দিয়েছিলেন। কিন্তু তার জনপ্রিয়তা এতটুকু কমেনি। ২০০৭ সালে ‘আজা নাচলে’ সিনেমার মাধ্যমে বলিউডে কামব্যাক করেন মাধুরী। ছবি হিট না হলেও তার নাচের জাদু দর্শকদের মুগ্ধ করে। পরে ছোটপর্দাতেও দেখা যায় বলিউড ডিভাকে। নাচের শো এর বিচারক হিসেবে দায়িত্ব সামলান তিনি। এবার ওয়েব দুনিয়ায় পা রাখলেন অভিনেত্রী। ২৫ ফেব্রুয়ারি থেকে নেটফ্লিক্সে দেখা যাবে তার প্রথম ওয়েব সিরিজ।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.