চতুর্থ ও পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের স্থগিত ১০০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি।
বুধবার নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তাদের ভোটের আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে বলা হয়েছে। এক্ষেত্রে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে ভোটগ্রহণ করা হবে।
৭ ফেব্রুয়ারি অষ্টম ধাপের আটটি ইউপির সাধারণ নির্বাচনও অনুষ্ঠিত হবে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.