খাগড়াছড়ির রামগড়স্থ ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় জোন এর অভিযানে ৯৯ বোতল অবৈধ ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়েছে বলে জানা গেছে। সোমবার(২৪ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে রামগড় জোন অধিনস্ত চট্টগ্রাম জেলার ভূজপুর থানার অন্তর্গত আঁধারমানিক নামক এলাকা হতে মালিকবিহীন এসব ফেন্সিডিল জব্দ করে বিজিবির আঁধারমানিক বিওপির দায়িত্বরত বিজিবি জোয়ানরা।
বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামগড় জোনের অধীনস্থ আঁধারমানিক বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ গিয়াস উদ্দিন এর নেতৃত্বে একটি টহল দল চট্টগ্রাম জেলার ভূজপুর থানার অন্তর্গত আঁধারমানিক বিওপির আঁধারমানিক (জিআর-৬৯৭৪১৬ এমএস ৭৯এন/৯) নামক স্থান হতে মালিকবিহীন ৯৯ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করে, যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪০হাজার টাকা। কর্তৃপক্ষ আরো জানায়, প্রযোজনীয় কার্যক্রম শেষে নিকটস্থ ভূজপুর থানায় সাধারণ ডায়েরী শেষে জব্দকৃত ফেন্সিডিল পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আনোয়ারুল মাযহার, পিবিজিএম, পিএসসি বলেন- সীমান্ত সুরক্ষায় পাশাপাশি মাদকমুক্ত রামগড় গড়তে ভবিষ্যতেও বিজিবি'র এমন অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.