আদর্শ ছাত্র ও যুব সমাজ একটি সামাজিক সহযোগী স্বেচ্ছাসেবী সংগঠন ২০২০ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে অসহায় সুবিধা বঞ্চিত মানুষের সেবা, সচেতনতামূলক কর্মসূচী , স্বেচ্ছায় রক্তদাতা তৈরী সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন গুলোর সহযোগি হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে। আদর্শ ছাত্র ও যুব সমাজ ১৯টিও অধিক সামাজিক প্রজেক্ট সম্পন্ন করেছে, তার পরিপ্রেক্ষিতে গত ২২ জানুয়ারি ২০২২ইং থেকে শুরু হয় আদর্শ ছাত্র ও যুব সমাজ এর পক্ষ থেকে শিক্ষা সামগ্রী বিতরণ।
চট্টগ্রাম জেলার সীতাকুন্ড বড় দারোগারহাট, শিক্ষা সামগ্রী বিতরণ শুরু করেন সংগঠন এর প্রতিষ্ঠাতা পরিচালক আদর্শ সরোয়ার উদ্দিন নিরব, এবং তার ধারাবাহিকতায় আজ সংগঠনের সভাপতি আদর্শ রিফাতুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আদর্শ মুক্তার হোসাইন সাইমন এর নেতৃত্বে চট্টগ্রাম মিরসরাই উপজেলায় চরপুকুরিয়া আবু হুরাইরা (রাঃ) ইসলামিয়া ইবতেদায়ি মাদ্রাসায় নুরানী বিভাগের শিক্ষক জনাব মোঃ দিদারুল আলম এর হাতে নুরানী বিভাগের ছাত্র ছাত্রীদের জন্য আদর্শ ছাত্র ও যুব সমাজ এর পক্ষ থেকে শিক্ষা সামগ্রী তুলে দিয়া হয়, আদর্শ ছাত্র ও যুব সমাজ এর এমন কার্যক্রম কে সাধুবাদ জানিয়েছেন আদর্শ ছাত্র ও যুব সমাজ, এর সম্মানিত উপদেষ্টা মণ্ডলী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ, এই কার্যক্রম অব্যাহত রাখতে সংগঠন এর পক্ষ থেকে বিত্তবান দানভীর মানুষদের আর্থিক ভাবে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। তারা জানান ইনশাআল্লাহ আমরা সামনে আরো বড় ধরনের প্রোগ্রাম হাতে নিয়েছি, তাই সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.