বুধবার-১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ে আদিবাসীদের কুচিয়া চাষ বিষয়ক প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সফর

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকার) এর অর্থায়নে, ঠাকুরগাঁও সদর উপজেলার আয়োজনে এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ঠাকুরগাঁও সদর এর বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে আদিবাসীদের কুচিয়া চাষ বিষয়ক প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সফর ২০২২ অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারী (বুধবার) সকালে ৪২ জন আদিবাসী কুচিয়া চাষ প্রশিক্ষনার্থীদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষনের অংশ হিসেবে পার্বতীপুর এবং বিরামপুরে অভিজ্ঞতা বিনিময় সফর সম্পন্ন করেন। উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি (সোমবার) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ০৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন ড. মোহাঃ সাইনার আলম উপ-পরিচালক মৎস্য অধিদপ্তর, রংপুর বিভাগ, রংপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাডঃ অরুনাংশু দত্ত টিটো ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান, খালিদুজ্জামান জেলা মৎস্য কর্মকর্তা ঠাকুরগাঁও, আব্দুর রশিদ ভাইস চেয়ারম্যান ঠাকুরগাঁও সদর উপজেলা, মোছাঃ আয়েশা আক্তার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ঠাকুরগাঁও সদর ।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সদর উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর (জাইকার) আখতারুজ্জামান, সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ক্ষেত্র সহকারী কামাল হোসেন, রাব্বে হাবিব প্রমুখ। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ আয়েশা আক্তার জানান, আদিবাসীদের কুচিয়া চাষ বিষয়ক ০৩ দিনব্যাপী প্রশিক্ষণে ৪২ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করেন। আজ ১৯ জানুয়ারি ৩য় দিনে অভিজ্ঞতা বিনিময় সফরের মাধ্যমে আমরা প্রশিক্ষণ সমাপ্ত করি। তিনি আরো জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে আদিবাসীরা কুচিয়া চাষে প্রায় সকলেই আগ্রহ প্রকাশ করেছে এবং ইতিমধ্যে কয়েকজন কুচিয়া চাষ করছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype