রোটারী ক্লাব অব চিটাগং কর্মাশিয়াল সিটির গভর্ণর ভিজিট ও ৫ম অভিষেক ২০২১-২০২২ অনুষ্ঠান চট্ট্রগ্রাম¯’ হোটেল সৈকতে গত ২৭ ডিসেম্বর ২০২১ইং ক্লাব প্রেসিডেন্ট রোটা. মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্ণর রোটা. আবু ফয়েজ খান চৌধুরী, ডেপুটি অ্যাটর্নী জেনারেল এডভোকেট আবুল হাশেম, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট মেম্বার প্রফেসর ড. কাজী খসরুল আলম কুদ্দুসী, চট্টগ্রাম আইন কলেজের অধ্যক্ষ রোটা. জাহাঙ্গীর চৌধুরী প্রমূখ। রোটা. সেলিম উদ্দিনের পবিত্র কোরান তেলওয়াত পাঠের মাধ্যমে শুরু হওয়া সভায় রোটারী ইনভোকেশন পাঠ করেন রোটা. অমল বড়–য়া। আইপিপি রোটা. মোহাম্মদ ইউনুচ এমপিএইচএফ ইনকামিং প্রেসিডেন্ট মোহাম্মদ ইসহাককে কলার হান্ডওভার করেন। অনুষ্ঠানে ডিস্ট্রিক্ট গভর্ণর ইলেক্ট রোটা. রোহেলা খান চৌধুরী ও ডিস্ট্রিক্ট গভর্ণর নমিনি প্রকৌ: মো: মতিউর রহমানকে সম্মাননা প্রদান করা হয়। বেস্ট প্রেসিডেন্ট হিসেবে পিপি রোটা. মো: শাহিন আলম সরকার ও বেস্ট ক্লাব পারফর্মার হিসেবে রোটা. অমল বড়ুয়া পিএইচএফ সম্মাননা প্রদান করা হয়।
এতে বক্তব্য রাখেন রোটা. পিডিজি আব্দুল আহাদ, পিপি ফাতেমা জেবুন্নেসা, রোটা. নুরুল আলম কিরণ, লে. গভর্ণর মো. শাহজাহান, রোটা. এস. কে আজিম পিন্টু, ডেপুটি ডিস্ট্রিক্ট গভর্ণর রোটা. আসিফ আহমেদ মৃধা, অ্যাসিস্ট্যান্ট গভর্ণর ডা. মো. দিদারুল আলম, রোটা. মোহাম্মদ ইউনুচ, রোটা. আবছারুল হক, রোটা. সৈয়দ ইরফানুল আলম প্রমূখ। প্রধান অতিথি ডিস্ট্রিক্ট গভর্ণর রোটা. আবু ফয়েজ খান চৌধুরী তার বক্তব্যে বলেন, ‘রোটারী মানবতার জন্য কাজ করছে। মাতৃ ও শিশু মৃত্যু প্রতিরোধে কার্যকর সহযোগিতার মাধ্যমে পৃথিবীব্যাপি বহু জীবন রক্ষায় অনন্য ভ‚মিকা রেখে যা”েছ। স্বা¯’্যসেবায় রোটারী কাজ করে সমাজ ও দেশের স্বা¯’্যখাতে অসামান্য অবদান রাখছে। সেনিটেশন ও নিরাপদ পানি নিয়ে রোটারীর কর্মসূচীসমূহ বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। রোটারী বিশ^ব্যাপী অসহায় মানুষের কল্যাণ ও হত-দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদানের মাধ্যমে যে অবদান রেখে যা”েছন তা নিঃসন্দেহে প্রণিধানযোগ্য এবং রোটারী মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে সরকারের সহযোগী হিসেবে কাজ করছেন। অর্থনৈতিক স্বাবলম্ভনে ও পরিবেশ সুরক্ষাসহ মানবিক কর্মকান্ডে কাজ করে রোটারি প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে।
রোটারী জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মঙ্গল ও কল্যাণে নিবেদিত। রোটারীর আদর্শ ও উদ্দেশ্যকে সমুন্নত রেখে রোটারিয়ানরা কাজ করছেন। তাদের এহেন মঙ্গলময় কাজের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি স্বা¯’্য ও পরিবেশের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা রোটারিয়ানরা আরো বেশি অবদান রেখে জাতি ও দেশ-মাতৃকার সেবায় ব্রতী হতে পারবো। প্রধান অতিথি চট্ট্রগ্রাম ডিস্ট্রিক্ট গভর্ণর রোটা. আবু ফয়েজ খান চৌধুরী সুন্দর আয়োজনের জন্য ক্লাব মেম্বারদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ক্লাবের কর্মকান্ডকে আরো বিস্তৃত করে মানুষের কল্যাণে কাজ করার উদাত্ত আহŸান জানান। ক্লাবের পক্ষ থেকে একজন দুঃ¯’ মহিলাকে অর্থনৈতিক স্বাবলম্ভিতা অর্জনের জন্য সেলাই মেশিন প্রদান করেন প্রধান অতিথি।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.