পরিবেশ ও জলবায়ু বিষয়ক জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন এ্যাড ভিশন বাংলাদেশের উদ্যোগে “যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলবেন না এবং পলিথিনের ব্যবহার বন্ধ করুন”-এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম নগরীর ৪১ ওয়ার্ডে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান ২০২১ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান আগামী ২৯ নভেম্বর সকাল ১১টায় নগরীর ডিসি হিল উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। উদ্বোধক থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক উপ-অর্থ সম্পাদক ও এ্যাড ভিশন বাংলাদেশের প্রধান পৃষ্ঠপোষক হেলাল আকবর চৌধুরী বাবর। সংগঠনের চেয়ারম্যান শেখ নওশেদ সরওয়ার পিন্টুর সভাপতিত্বে উদ্বোধনী এই অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর, পেশাজীবী ও সাংবাদিক নেতৃবৃন্দ। এই কার্যক্রমে এ্যাড ভিশন বাংলাদেশ নগরবাসীকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতা করার লক্ষ্যে নগরীর ৪১ ওয়ার্ডে ৫০ লক্ষ লিফলেট ও ৪১টি পয়েন্টে গণসংগীত পরিবেশন করবেন।
উক্ত কর্মসূচি সফল করতে সংগঠনের কর্মকর্তা ও সদস্যদের এবং সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা এক যুক্ত বিবৃতিতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.