খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীর পিতা মংক্যচিং চৌধুরী(৭০) শনিবার(২৭ নভেম্বর) দুপুর দেড়টায় ৪নং পৌর ওয়ার্ড মাষ্টার পাড়াস্থ নিজ গৃহে শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্রে জানা গেছে, আগামীকাল রবিবার(২৮নভেম্বর) বিকাল ৩টায় রামগড় উপজেলার মাষ্টার পাড়াস্থ মারমা মহা শ্মশানে যথাযথ ধর্মীয় আচারাধীর মাধ্যমে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানাগেছে। মৃত্যুকালে তার ৪ ছেলে ও ১মেয়ে এবং স্ত্রী- নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদনসহ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন- খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, সদ্য নির্বাচিত পৌর মেয়র রফিকুল আলম কামাল, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম, কার্বারী এসোসিয়েশনের সভাপতি আনন্দ মোহন ত্রিপুরা,মারমা উন্নয়ন সংসদ,মারমা স্টুডেন্ট কাউন্সিল প্রমূখ
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.