খাগড়াছড়ির রামগড়ের সোনাইপুল বাজার থেকে রোহিঙ্গা ক্যাম্পের পলাতক এক মোবাইল চোরকে আটক করেছে রামগড় থানা পুলিশ।
১২ নভেম্বর (শুক্রবার ) সকাল ১০টার সময় পৌরসভার সোনাইপুল বাজারে মোবাইল চুরির সময় স্থানীয়রা ধাওয়া করে আবদুর রহিম (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃত যুবক উখিয়া কুতুপালং ৪নং রোহিঙ্গা ক্যাম্পের নুর মোহাম্মদ এর পুত্র। এসময় রহিম উল্যাহ নামে অপর এক সহযোগী পালিয়ে যায়।
স্থানীয় মিজানুর রহমান জানান, তিনি সোনাইপুল বাজারে সাপ্তাহিক বাজার করার সময় আটককৃত ব্যক্তি তার একটি এন্ডোয়েট মোবাইল চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করেন। পরে ঐ যুবক নিজেকে নিজে কিল-ঘুশি মেরে রক্তাক্ত করে।
রামগড় থানা উপ-পরিদর্শক মজিবুর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল থেকে তাকে আটক করেন। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে হস্তান্তর করা হবে বলে জানান।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.