দক্ষিণ এশিয়ার একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র (বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ) হালদা নদীতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিনিয়ত জাল পেতে মাছ ধরার মহোৎসব চলছে।
নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিনিয়ত হালদা নদীতে ঘের জাল,ভাসা জাল, বড়শী দিয়ে মাছ শিকার করায় মৎস প্রজনন ক্ষেত্রসহ জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। নদীতে যান্ত্রিক নৌযানের আঘাতে মারা যাচ্ছে মা মাছ সহ ডলফিন। হালদা নদীর মা মাছ রক্ষায় নৌপুলিশ মোতায়েন ও রাউজান হাটহাজারী উপজেলা প্রশাসন প্রতিনিয়ত অভিযান চালিয়ে হালদা
নদী থেকে বিপুল পরিমান জাল জব্দ ও যান্ত্রিক নৌযান ধ্বংস করা হলেও থেমে নেই মাছ শিকার ও যান্ত্রিক নৌযান চলাচল। ৭ নভেম্বর রবিবার বিকাল ৪ টার সময়ে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ রাউজান থানার পুলিশ, নৌপুলিশ আনসার বাহিনীর সদস্যদের নিয়ে স্প্রীড বোট যোগে মদুনাঘাট ব্রীজ থেকে রাউজানের উরকিরচর ইউনিয়নের সার্কদা, দেওয়ানজী ঘাট, নোয়াপাড়া ইউনিয়নের মোকামী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসময়ে হালদা নদীতে মা মাছ শিকারের জন্য বসানো ৫ হাজার মিটার ভাসা জাল নদী থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাল রাউজান উপজেলা নির্বাহী অফিসার তার উপজেলা পরিষদে নিয়ে আসেন। রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, হালদা নদীর মা মাছ সহ জীব বৈচিত্র রক্ষায় নিয়মিত অভিযান চালিয়ে বিপুল পরিমান জাল জব্দ করা হয়েছে । হালদার মা মাছসহ জীব বৈচিত্র রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.