বিনোদন ডেস্ক : ভারতের রূপালি পর্দার জনপ্রিয় নায়ক রজনীকান্তের নতুন ছবি ‘আন্নাত্থি’ দুই দিনেই আয় করেছে ১১২ কোটি ৮২ লাখ রুপি। সিবা পরিচালিত ছবিটি দিয়ে বক্স অফিস কাঁপাচ্ছেন সুপারস্টার তারকা রজনীকান্ত। ছবিটি এ বছর মুক্তি পাওয়া ভারতীয় ছবির আয়েও রেকর্ড গড়েছে ছবিটি।
গত ৪ নভেম্বর (বৃহস্পতিবার) মুক্তি পেয়েছিল ‘আন্নাত্থি’। কাহিনীতে কোনো বৈচিত্র্য না থাকায় ছবিটি নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। কিন্তু রজনীকান্তের অভিনয় ও ছবির সঙ্গীত নিয়ে খুঁত ধরতে পারেনি কেউ। ‘আন্নাত্থি’র মাধ্যমেই দুই বছর পর বড় পর্দায় ফিরেছেন তিনি। দুই বছর আগে রজনীকান্তের মুক্তিপ্রাপ্ত শেষ ছবিটি ছিল ‘দরবার’।
তামিলনাড়ুতে ‘আন্নাত্থি’ ছবিটি আয় করেছে ৩৪.৯১ কোটি রুপি। সারা বিশ্বে আয় করেছে ৭০.১৯ কোটি রুপি। ছবিটিতে রজনীকান্তের পাশাপাশি আরও অভিনয় করেছেন মীনা, খুশবু, নয়নতারা, কীর্তি সুরেশ, জগপতি বাবু, প্রকাশ রাজ, ভেলা রামামুর্তি ও সুরি।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.