মানিকছড়ি উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে ধান মাড়াইযন্ত্র (পাওয়ার থ্রেসার)বিতরণ করা হয়েছে। ৩ নভেম্বর বিকাল সাড়ে ৩ টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সমন্বনিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে ৫০% ভর্তুকিতে উপজেলার ৫ জন প্রান্তিক কৃষকের মাঝে ধান মাড়াইযন্ত্র (পাওয়ার থ্রেসার) বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসিনুর রহমান এর সভাপতিত্বে অনুষ্টিত বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) তামান্না মাহমুদ, ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম প্রমূখ। বিতরণ অনুষ্ঠানে কৃষকেরা দাবী করেন, উপকূল ও হাওর অঞ্চলের ন্যায় এই পার্বত্য এলাকার প্রান্তিক কৃষকদেরকেও ৭০% ভর্তুকিতে পাওয়ার থ্রেসার সরবরাহ করার জোরদাবী জানান।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.